হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

আসছে স্বপ্ন ধরার যন্ত্র

24/01/2011 02:13

স্বপ্নে আমরা যা দেখি তা প্রায়ই ভুলে যাই। সম্প্রতি মার্কিন এক গবেষক দাবী করেছেন স্বপ্ন রেকর্ড করে রাখতে পারবে এবং তার ব্যখ্যাও দিতে পারবে এমন ডিভাইস তৈরি করা সম্ভব। আর সে লক্ষেই এগিয়ে যাচ্ছেন তিনি ।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গবেষক ড. মোরান সার্ফ মস্তিষ্কের বিভিন্ন স্তরের কাজকর্ম রেকর্ড করতে পারে এমন একটি ডিভাইস তৈরির প্রকল্পে কাজ করছেন।

ড. মোরান সার্ফ তার গবেষণার বিষয়টি জানিয়েছেন নেচার সাময়িকীতে।

গবেষক ড. মোরান সার্ফ জানিয়েছেন, স্বপ্ন রেকর্ড এবং ব্যাখা করার এই ডিভাইসটি তৈরির উদ্দেশ্য হলো মানুষ কেনো এবং কিভাবে স্বপ্ন দেখে সেটিই তুলে ধরা। স্বপ্নে মানুষ কি দেখে বা সেই স্বপ্নের অর্থই বা কি তা যুগ যুগ ধরেই মানুষ জানার চেষ্টা করেছে। প্রাচীন মিশরীয় সভ্যতায় স্বপ্নকে ঈশ্বরের কোনো বার্তা বলেও মনে করা হতো।

গবেষক আরো জানিয়েছেন, বর্তমান সময়ে স্বপ্ন দেখার বিষয়টিকে মনোবিদরা অবচেতন মনের খেয়াল হিসেবে বর্ণনা করেন। এইজন্য তারা কি স্বপ্ন দেখে তা কেবল জেগে ওঠার পর তাদের নিকট থেকে শুনতে হয়। এই ডিভাইসটির বদৌলতে স্বপ্ন নিজে থেকেই রেকর্ড হয়ে যাবে। 

সূএ : বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);