হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

ইংলিশ গ্রামাটিক্যাল ভুল আর বানান চেক করুন WhiteSmoke দিয়ে

01/03/2011 02:13

আমাদের মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজী তবে যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজী না তাই ইংরেজী আমাদের জন্য অনেক কঠিন ।সামান্য কিছু মানুষ ইংরেজীটা ভালো ভাবে বুঝে আর আমার মতো যারা তারা মোটামুটি বুঝি আর আরেক অংশ আছে যারা ইংরেজী ভীতিতে ভীত

কিন্তু আমরা আমরা যতই ইংরেজীতে পাকনা হইনা কেন আমাদের ভুল ভ্রান্তি হবেই বানান ভুল হবে ব্যাকারণগত ভুল হবে এর বড় কারন আমরা খুব কম সময় ইংলিশ চর্চা করি।

এই গ্রামীটিক্যাল ভুল আর বানানের ভুল হতে রক্ষা করতে আমার এই টিউন ।
ইংলিশে বানানের ভুলগুলো সহজেই জানতে পারি মাইক্রোসফটওয়ার্ডে লিখার সময় কিন্তু গ্রামাটিক্যাল ভুলগুলো জানার জন্য মাইক্রোসফটওয়ার্ড অতটা রিচ না।

আজকে আমি আপনাদের একটা অনলাইন বেইজড সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনার ইংলিশ দক্ষতাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে ।
চলুন দেখি এই সফটওয়্যারটির আসল কাজ কি

  • লেখার সময় আপনার গ্রামাটিক্যাল ভুলগুলো দেখিয়ে দিবে সাথে সাথে সঠিকটি কি হবে তা জানিয়ে দিবে ।নিচের উদাহরণটি দেখুন
  • whiteuy ইংলিশ গ্রামাটিক্যাল ভুল আর বানান চেক করুন WhiteSmoke দিয়ে
    | Techtunes
    এখানে আমি লিখেছিলাম i have to known that, i am a men যখন চেক এ ক্লিক করলাম তখন আমাকে জানানো হলো যে এখানে known হবেনা হয়তো এখানে be known অথবা know হবে ।এবং a men হবেনা হয়তো a man হবে না হয় man হবে।

  • আপনার ভুল ঠিক করে দেওয়ার সাথে সাথে এটি আপনাকে জানাবে কেন ভুল হয়েছিলো কেন সঠিকটি হবে নিচের স্কীনশটটি দেখুন এখানে কেন ভুল হয়েছে সঠিকটি কি জানিয়ে দিয়েছে বিস্তারিস
  • whiye ইংলিশ গ্রামাটিক্যাল ভুল আর বানান চেক করুন WhiteSmoke দিয়ে  |
    Techtunes

  • বানান ভুল হলে ঠিক করে দিবে
  • যেকোন শব্দের সিমিলার মানে সিনোনেমসগুলো জানিয়ে দিবে যাতে আপনার ইংলিশ হয় আরও স্মার্ট
  • আছে অটোকারেক্ট্র অপশন

আর কিছু লেখার প্রয়োজন মনে করছিনা নিচের লিংক হতে ডাউনলোড করে নিন।মনে রাখবেন এটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার তাই এটি চালু থাকা অবস্হায় নেট কানেক্ট থাকতে হবে।আর ডাউনলোড লিংকের সাথে দেয়া সিরিয়াল কীটি যে কোন সময় ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে তাই ব্ল্যাকলিস্টেড হলে নতুন সিরিয়াল কী ইন্টারনেট হতে খুজতে হবে।
ডাউনলোড এখানেডাউনলোড করে ইন্সটল করার


HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);