হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যাওয়া রোধে সতর্কতা অবলম্বন করুন

02/02/2011 01:23

ইদানিং সবাই তাদের কম্পিউটারকে অযাচিত লোকজনের হাত থেকে বাচিয়ে রাখতে পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু সেই পাসওয়ার্ডটিও মাঝে মাঝে হয়ে থাকে অনেক জটিল কোনো স্ট্রিঙ যাতে কেউ আন্দাজও করতে না পারে। সেই জটিল আর গোপন পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে দুর্ভোগ এর সীমা থাকেনা। এই দুর্ভোগটি কমানোর ছোট্ট একটি প্রচেষ্টা হিসেবে আমার এই পোস্ট।

2010-09-04_210846

নিচের পদ্ধতি অনুসরন করে আমরা একটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করবো। এরপর কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই রিসেট ডিস্কটি ব্যবহার করে পিসি এক্সেস করতে পারবেন।

  • প্রথমে আপনার পেনড্রাইভ USB পোর্টে লাগিয়ে নিন।
  • এরপর উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল এ যান।
  • তারপর User Accounts and Family Safety তে গিয়ে User Accounts এ ক্লিক করুন।
  • নতুন পেজ এর বামে Create a password reset disk এ ক্লিক করুন।
  • একটি বক্স আসবে সেখানে Next এ ক্লিক করুন আবার Next এ ক্লিক করুন।
  • তারপর আপনার বর্তমান ইউজার পাসওয়ার্ড টি দিয়া Next এ ক্লিক করুন।

এরপর আপনার পেন ড্রাইভ এ userkey.pw নামে একটি ফাইল তৈরি হবে। যখনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখনি পেন ড্রাইভ লাগিয়ে পিসি স্টার্ট করুন। মনে রাখতে হবে যে userkey.pw ফাইল টি থাকতে হবে পেন ড্রাইভ এ। এবার ভুল পাসওয়ার্ড দিয়ে দেখুন। তারপর রিসেট পাসওয়ার্ড এ ক্লিক করুন এবং নতুন পাসওয়ার্ড দিন। তারপর ok ক্লিক করে কাজ শেষ করুন। এবার নতুন পাসওয়ার্ড দিয়া লগিন করুন।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);