হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

এইডস ভ্যাকসিন তৈরিতে একধাপ অগ্রগতি

24/01/2011 02:03

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা দুটি শক্তিশালী হিউম্যান অ্যান্টিবডি তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এ অ্যান্টিবডি এইচআইভি ভাইরাস প্রতিরোধে কাজ করবে।  খবর নিউ ইয়র্ক ডেইলির।

গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন এই অ্যান্টিবডি আবিষ্কারের ফলে এইডস রোগ প্রতিরোধকারী ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে। এছাড়াও এই অ্যান্টিবডি এইচআইভি ইনফেকশন প্রতিরোধ ছাড়াও অন্যান্য ইনফেকশনজনিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবেও কাজ করবে।

ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (এনআইএআইডি)-এর পরিচালক ডক্টর অ্যান্থনি ফউচি-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই অ্যান্টিবডি এইচআইভি আক্রান্ত কোষগুলোকে নিউট্রিলাইজ করে দেয়।

অ্যান্টিবডি হলো রক্তে থাকা প্রোটিন; যেগুলো রোগ প্রতিরোধে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। 

এনআইএআইডি-এর গবেষকরা জানিয়েছেন, ভিআরসি ০২ এবং, ভিআরসি ০১ এই দুইটি অ্যান্টিবডি তৈরিতে নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতিতে একটি মলিকুলার ডিভাইস তৈরি হয়, যেটি এইআইভি এর বিরুদ্ধে অ্যান্টিবডি হিসেবে কাজ করে।

জানা গেছে, এই ডিভাইস মূলত এইচআইভি প্রোটিন যেটি প্রয়োজনে পরিবর্তন হতে পারে এবং নিদিষ্ট অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়াও করতে পারে। 

গবেষকরদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা মনে করেন, এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন। অনেক অনুসন্ধানের এটি কেবল প্রথম ধাপ।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);