হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

কালের আবর্তে সূর্য

23/01/2011 03:21

ছবি

কেমন হবে আমাদের সূর্য ঐ সুদূর ভবিষ্যতে? শিল্পী তার আঁকা অ্যানিমেশানে সূর্যের ধাপে ধাপে রূপান্তরগুলো সুস্পষ্ট ভাবে চিত্রিত করবার চেষ্টা করেছেন। রিফ্রেশ বাটানে ক্লিক করলে অ্যানিমেশান টি দেখা যাবে।
প্রায় ৪৬০০ মিলিয়ন বছর আগে আমাদের সৌরমন্ডলের সূর্যটির জন্ম। আয়তনের দিক দিয়ে প্রায় ১.৩ মিলিয়ন গুন বড় পৃথিবী থেকে। মানুষের জীবনকালের সাথে তুলনা করলে এই মিলিয়ন বছর আমাদের কল্পনার সীমার অনেক দূরে অবস্থান করে। তারপরও আমরা ভাবি। হিসাব করে বের করতে সক্ষমও হই সূর্যের পরিণতি কি হবে ।

সূর্য তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ৪০%-৪৫% জ্বালানী খরচ করেছে। হাইড্রোজেন থেকে অনবরত হিলিয়ামে রূপান্তর সাধন করছে সূর্যের বুকে অবিরত প্রজ্জ্বলন। আরো পাঁচ হাজার থেকে সাড়ে আট হাজার মিলিয়ন বছর লেগে যাবে সম্পূর্ণ জ্বালানী খরচ হতে। তারপর অতিমাত্রায় প্রজ্জ্বলিত সূর্য পরিণত হবে রক্তিম বৃহত রেড জায়ান্টে। বর্তমান অবস্থা হতে ১০০ গুন বিস্তৃত ব্যাস সমৃদ্ধ ১০০০ গুন বেশী আলোকোজ্জ্বল রেড জায়ান্ট সূর্যটি তার বিশাল ব্যাপ্তি নিয়ে বুধ, শক্র এমনকি পৃথিবীর কক্ষপথকে গ্রাস করে ফেলবে নিজের অভ্যন্তরে। পুরে ছারখার গলন্ত পৃথিবীর আকাশে উদিত হবে সর্বগ্রাসী রেড জায়ান্ট। জনমানব হীন এ পৃথিবী থেকে ততদিনে মানব সভ্যতা অন্য কোন সৌরমন্ডলে পাড়ি জমাবে কিন্তু দেখতে আসবে তাদের ফেলে যাওয়া পুরোনো আবাসস্থল।

কয়েকশ মিলিয়ন বছর কেটে যাবে এভাবে। ধুকে ধুকে জ্বলবে রেড জায়ান্ট। সম্প্রসারিত হবে আবার সংকুচিত হবে আকারে। সকল শক্তি নিঃশেষ করে ক্ষীণ আভা বিকিরন করতে করতে রূপান্তরিত হবে প্ল্যানেটারি নেবুলায়। অবশিষ্ট থাকবে ক্ষয়ে যাওয়া সূর্যের কেন্দ্রের সামান্য কিছু অংশ, যা কিনা বিলিয়ন বছর পরে রূপান্তরিত হবে বামন সদৃশ ব্রাউন ডোয়ার্ফে । এর ভর হবে বর্তমান সূর্যের ভরের একশত ভাগের আট ভাগ মাত্র। মহাকাশের নক্ষত্রসমূহ, যারা কিনা সূর্যের বৈশিষ্ট্য সমৃদ্ধ সকলকেই বরণ করে নিতে হবে এরূপ পরিণতি।

চিত্রঃ হোয়াইট ডোয়ার্ফ ডট অর্গ

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);