হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

নতুন এলগোরিদম যা মানুষের স্মৃতি পড়তে পারবে।

01/02/2011 02:30

শুনতে একটু অদ্ভুত হলেও এই ব্যপারটিই সত্যি করে দেখিয়েছেন ইউনিভারসিটি অফ লণ্ডন-এর গবেষকরা। The Asian Age - এ খবরটা পড়ে শেয়ার না করে থাকতে পারলাম না। ওয়েলকাম রিসার্চ সেন্টারে চলা এই গবেষনায় দশ জন ভলেন্টিয়ারকে প্রথমে তিনটি সীমিত দৈর্ঘের ভিডিও দেখানো হয়। এই ভিডিওগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য ছিল ৭ সেকেন্ড কিন্তু বিষয় ছিল আলাদা। এবার তাদের প্রত্যেককে পুর্বে দেখা ভিডিওটি সম্পর্কে চিন্তা করতে বলা হয় এবং fMRI(Functional magnetic resonance imaging) স্ক্যানারের সাহায্যে মস্তিষ্কে রক্তের চলাচল অনুযায়ী তা রেকর্ড করা হয়। এরপর তাঁদের তৈরী করা এলগোরিদম স্ক্যানারের রেকর্ডেড প্যাটার্নগুলি দেখে বলে দিতে পেরেছে যে কে কোন ছবির কথা ভাবছিল। এই গবেষকদলটির পক্ষ থেকে Martin Chadwick বলেছেন যে এর থেকে বোঝা যায় যে মানুষের স্মৃতি কতকগুলি নির্দিষ্ট প্যাটার্নে রেকর্ড হয়ে থাকে যা কম্পিউটারের পক্ষে পড়ে ফেলা সম্ভব। তবে একথাও তাঁরা স্বীকার করেছেন যে মানব মস্তিষ্কের অনেক অাচরণই এখনও তাঁরা বুঝে উঠতে পারেন নি।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);