হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

ভাষা সৈনিকদের একটি সংক্ষিপ্ত তালিকা..........

24/01/2011 13:57

ভাষা আন্দোলনের সব সৈনিকদের তালিকা বের করা কখনো ই সম্ভব হবে না কারন তখন মিছিলগুলাতে মানুষ একটি আদর্শ নিয়ে আসতো।এখনকার মিছিলগুলার মত না যে ৫০টাকা করে দিলেই মানুষ চলে আসবে .......
তারপরও যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন অথবা পরবর্তীতে তাদের কর্মের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তাদের একটি তালিকা এখানে প্রকাশ করা হলো-

২১শে ফেব্রুয়ারী ১৪৪ ধারা না ভাঙার সিদ্ধান্ত যারা(সর্বদলীয় রাষ্টভাষা কর্ম পরিষদ) নিয়েছিলেন............
১৫জনের মধ্যে ১১জন ১৪৪ ধারা না ভাঙার পক্ষে মত দিয়েছিলেন,৩জন ভাঙার পক্ষে ছিলেন এবং ১জন ভোট দান হতে বিরত থাকেন।

১৪৪ ধারা ভাঙার প্রশ্নে পক্ষে ভোট দিয়েছিলেন এই ৩ জন-
১।অলী আহাদ।
২।আবদুল মতিন।
৩।মরহুম ডঃ গোলাম মাওলা।

১৪৪ ধারা ভাঙার প্রশ্নে ভোট দান হতে বিরত থাকেন-
১।মোহাম্মদ তোহায়া।

২১শে ফেব্রুয়ারী ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত যারা নিয়েছিলেন............
১।হাবিবুর রহমান শেলী
২।জিল্লুর রহমান সিদ্দিকী।
৩।মোহাম্মদ সুলতান।
৪।এস.এ. বারী এ.টি.।
৫।আব্দুল মোমিন।
৬।জিল্লুর রহমান।
৭।এম.আর. আখতার মুকুল।
৮।কামরুদ্দীন শহুদ।
৯।আনোয়ারুল হক খান।
১০।আনোয়ার হোসেন।(এই নামটা মনে রাখেন)
১১।আবু নছর মোহাম্মদ গাজীউল হক।

অন্যান্য ভাষা সৈনিকদের নাম.............
(নামের বানান ভুল হতে পারে কারন অনেক নামই ইংরেজীতে পাওয়া.........এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী)
১।আতাউর রহমান খান।
২।আব্দুস সালাম।
৩।আবুল কালাম শামসুদ্দিন।
৪।তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
৫।ওসমান আলী।
৬।শওকত ওসমান।
৭।সিকান্দার আবু জাফর।
৮।মোহাম্মদ আবুল হাই।
৯।শামসুল হক।
১০।মোহাম্মদ আবুল কাশেম।
১১।গোলাম মাওলা।
১২।আব্দুস ছামাদ আযাদ।
১৩।কালিম সারাফি।
১৪।মোহাম্মদ তোহায়া/তোহা।
১৫।কামরুদ্দিন হোসাইন ছহুদ।
১৬।ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্।
১৭।মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী।
১৮।দীরেন্দ্র নাথ দত্ত।
১৯।আব্দুল লতিফ।
২০।ইশতিয়াক আহমেদ।
২১।এম আর আখতার মুকুল।
২২।আনোয়ারুল হক খান।
২৩।বাহাউদ্দিন চৌধুরী।
২৪।ডাঃ কাজী মোতাহের হোসেন।
২৫।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
২৬।মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
২৭।আবুল হাশেম।
২৮।মুনীর চৌধুরী।
২৯।তাজুদ্দিন আহমেদ।
৩০।সর্দার ফজলুল করিম।
৩১।শহীদুল্লাহ্ কায়সার।
৩২।মোফাজ্জল হায়দার চৌধুরী।
৩৩।মোহাম্মদ সুলতান।
৩৪।অলী আহাদ।
৩৫।শামসুর রাহমান।
৩৬।উষা বেপারী।
৩৭।আব্দুল্লাহ আল মুতি।
৩৮।জুলমত আলী খান।
৩৯।মুহাম্মদ আলী আসগর।
৪০।এস এ বারী এ টি
৪১।মুস্তাফা নুরুল ইসলাম।
৪২।কাজী গোলাম মাহবুব।
৪৩।রফিক উদ্দিন ভুঁইয়া।
৪৪।আব্দুল আলম।
৪৫।মোশাররফ হোসাইন চৌধুরী।
৪৬।মীর হোসাইন আহমেদ।
৪৭।মাহবুব আলম চৌধুরী।
৪৮।আতাউর রাহমান।
৪৯।আব্দুল মোমিন।
৫০।আব্দুল মতিন।
৫১।ফকির শাহাবুদ্দীন।
৫২।ফজলে লোহানী।
৫৩।গাজীউল হক।
৫৪।গোলাম আযম।
৫৫।এম এ আজমল হাসাইন বুলবুল।
৫৬।আলতাফ মাহমুদ।
৫৭।সুফিয়া করিম।
৫৮।মমতাজ বেগম।
৫৮।হাসান হাফিজুর রহমান।
৫৯।শফিয়া খাতুন।
৬০।নিজামুল হক।
৬১।আমিনুল ইসলাম।
৬২।সাদেক খান।
৬২।আব্দুল গফ্ফার চৌধুরী।
৬৩।মুর্তাজা বশির।
৬৪।এস এম নুরুল ইসলাম।
৬৫।সুফিয়া আহমেদ।
৬৬।সৈয়দ আতিকুল্লাহ্।
৬৭।হালিমা খাতুন।
৬৮।আবু জাফর ওরায়দুল্লাহ্।
৬৯।জহীর রায়হান।
৭০।গোলাম মর্তূজা।
৭১।সাঈদ শামসুল হক।
৭২।মোহাম্মদ মোকাম্মেল।
৭৩।আনিসুজ্জামান।
৭৪।কে জি মুস্তাফা।
৭৫।জিল্লুর রহমান।
৭৬।আব্দুল গফুর।
৭৭।আহমেদ রফিক।

এছারাও রয়েছে নাম না জানা অসংখ্য ভাষা সৈনিক.........

সুত্র :

 

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);