হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতি ও তাদের মেয়াদকাল:

24/01/2011 14:27

ভূমিকা:
স্বাধীনতা উত্তরকাল থেকে এখন অব্দি বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা নিশ্চয়ই অনেকের জানা। তবে সবার জানা থাকবে এমনও তো নয়। ধরে নেন যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

তালিকা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২।
সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২।
আবু সাইদ চৌধুরী ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩।
মোহাম্মদ উল্লাহ ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৪ আগস্ট ১৯৭৫।
খন্দকার মোশতাক আহমেদ ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫।
এসএম সায়েম ৭ নভেম্বর ১৯৭৫ থেকে ২০ এপ্রিল ১৯৭৬।
জিয়াউর রহমান ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ২৯ মে ১৯৮১।
আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত) ৩০ মে ১৯৮১ থেকে ১৯ নভেম্বর ১৯৮১।
আবদুস সাত্তার ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৩ মার্চ ১৯৮২।
এএফএম আহসান উদ্দিন চৌধুরী ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩।
হুসেইন মুহম্মদ এরশাদ ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০।
সাহাবুদ্দিন আহাম্মদ (অস'ায়ী) ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১।
আবদুর রহমান বিশ্বাস ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬।
সাহাবুদ্দিন আহাম্মদ ৯ অকেক্টাবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১।
একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২।
মো. জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৫ সেপ্টেম্বর ২০০২।
ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে দায়িত্ব পালনরত।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);